| |
               

মূল পাতা বিশেষ প্রতিবেদন ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ফতোয়াকে আমরা সমর্থন করি : মাওলানা ফজলুর রহমান


ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ফতোয়াকে আমরা সমর্থন করি : মাওলানা ফজলুর রহমান


মুসলিম বিশ্ব ডেস্ক     14 April, 2025     07:08 PM    


 জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের দেওয়া ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ফতোয়াকে আমরা সবাই সমর্থন করি।

পাকিস্তানের প্রবীণ এই প্রভাবশালী রাজনীতিবিদ বলেন, গাজ্জার নির্যাতিত মুসলমানদের নৈতিক, কূটনৈতিক এবং সব ধরণের সহায়তা প্রদান করা আমাদের সকলের ওপর ফরজ। যারা ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার অপচেষ্টা করবে এবং রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে তাদের পা ভেঙে দেওয়া হবে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় করাচিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে জমিয়ত কর্তৃক আয়োজিত ইসরাইলিবিরোধী এক সমাবেশে মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গাজ্জাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ইসরাইল নিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ‘র স্পষ্ট অবস্থান হচ্ছে, ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র। এ অবস্থান থেকে কারো বিচ্যুত হওয়া উচিত নয়।

তিনি বলেন, ফিলিস্তিনিরা একা নয়। আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি। মুসলিম শাসকগোষ্ঠীর উচিত নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করা এবং ফিলিস্তিনিদের সাহায্য করা।

উল্লেখ্য; ফিলিস্তিনে প্রত্যেক সক্ষম ব্যক্তির উপর জিহাদ ফরজ হওয়ার ফতোয়াটি আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়নের ইজতিহাদ ও ফতোয়া কমিটির ১৫ জন বিশেষজ্ঞ মিলে তৈরি করেন। ফিলিস্তিন, মুসলিম বিশ্বের বাস্তবতা ও শরীয়াহর নিরিখে তারা এই ফতোয়া জারি করেন। ফতোয়া দাতারা হলেন, শায়েখ মুহাম্মদ হাসান আদ-দিদো, শায়েখ আব্দুল হাই ইউসুফ, শায়েখ ইবরাহীম আবু মুহাম্মদ, শায়েখ খালেদ হানাফি,  শায়েখ আহমদ কাফি, ড. ফরিদা সাদিক জাউজ, শায়েখ মুহাম্মদ গুরমাজ (মেহমেত গরমেজ), শায়েখ মুস্তফা দাদিশ,  শায়েখ সালেম আশ-শায়খী, শায়েখ মাসউদ সাবরী, শায়েখ ওয়ানিস আল-মুবারক, শায়েখ উ’জাইল আন-নাশমী, শায়েখ নুরুদ্দিন আল-খাদেমী, শায়েখ শায়েখ আহমদ হুয়াই, শায়েখ সুলতান আল-হাশেমী।

সূত্র: ডেইলি জং